Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাতব্যক্তিত্ব

নিন্দুক বিশ্বাস

 

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাঁশের বাদা গ্রামে ১

৯৫২ইং সালের ১০মে, জন্মগ্রহণ করেন। পিতাঃ মৃত আফেদ আলী বিশ্বাস, মাতাঃ মৃত উলফাতুন নেছা। উপন্যাস, কবিতা, ছড়া, ছোটগল্প, গান। রচয়িতা ও অভিনেতা। বিভিন্ন সাহিত্য সাময়িকীতে লিখছেন। পেশাগত জীবনে মানুষ গড়ার কারিগর হিসেবে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের নূরজাহান উচ্চ বালিকা বিদ্যা নিকেতন, এ শিক্ষকতা করেছেন। বর্তমানে অবসর প্রাপ্ত। নিরলস সাহিত্য চর্চায় ব্রত রয়েছেন। স্থানীয় সংগঠনে সাহিত্য চর্চায় জড়িত রয়েছেন। বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি যৌথগ্রন্থে তাঁর লেখা স্থান পেয়েছে। তাঁর অনেক কবিতা লেখা থাকলেও পুত্র কন্যাদের শিক্ষার ব্যায় নির্বাহে অদ্যাবধি একক গ্রন্থ প্রকাশ করতে পারেন নি। তিনি একজন প্রতিভাবান আবৃতিকার। প্রতিভার স্বীকৃতি স্বরূপ পাঠক মেলা পদক’২০০৬,একুশে বইমেলা পদক’২০০৯, ফোল্ডার কবিতা বিশেষ আবৃতিকার পুরষ্কার ২০১২, কবি মকবুল হোসেন সাহিত্য পুরষ্কার’২০১৩ গুণীজন সংবর্ধনা সহ ৪টি সম্মাননা পুরষ্কার পেয়েছেন। এ ছাড়াও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফ. পি. এবি. পাবনা শাখা কর্তৃক কবি সম্মাননা স্মারক পেয়েছেন ও বিভিন্ন অনুষ্ঠান থেকে কবিতা আবৃতিতে ১ম ও ২য় পুরষ্কার পেয়েছেন। বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রকাশিত ‘নির্বাচিত লেখক অভিধান’ এ তাঁর জীবনী স্থান পেয়েছে। B.R.AMBEDKAR HANDICAPPED DEVELOPMENT SOCIETY Chief Founder LATE MRINAL BANERJEE Labour & Power Minister Govt Of W.B HINDOL BHAWAN. GOPAL PUR.DURGARPUR-713212PRATICHEE,BHIRINGHI,DURGAPUR-713213 Regd. no s/il-53409(WB)থেকে তাঁর লেখা ও প্রতিভার জন্য তিনি স্বারক প্রাপ্ত হয়েছেন। ঠিকানাঃ গ্রাম ও ডাক - বাঁশেরবাদা, জেলা- পাবনা। মোবাইল নং ০১৭১০-৭৯৭৯০৩